হৃদয়ে মুজিব আমার
(কামরুন নাহার)
বিজয়ের আনন্দে তুমি
এসেছিলে আশার আলো হয়ে কোটি প্রাণের হৃদয়ে রবে আজীবন।
মুজিব তোমার ভালোবাসায় আবহমান
আমি সিক্ত আমি রিক্ত তোমার বজ্রকন্ঠের প্রতিবাদ।
গরিব দুঃখী জনতার হৃদয়ে গাঁথা তোমারি
প্রতিচ্ছবি তুমি বিহনে আজও সবাই দিশেহারা।
মুজিব আমার স্বাধীনতার স্বপ্নজাল,
তুমি আজও মনের ভেতর লুকায়িত,
ভালো লাগে তোমায়।
সোনার বাংলা গড়ার লক্ষ্যে তুমি ছিলে একটি প্রত্যয়,
তোমাকে সত্যি সত্যিই হৃদয়ে রেখেছি।
বারবার জেগেউঠে তোমার সেই বজ্রকণ্ঠে
ভাষণের ইতিহাস ঐতিহ্য সম্বলিত নানান আশার প্রদীপ।
আজও তুমি অমর,ভুলবো না তোমায়
মুজিব তুমি জনতার সংগ্রামের এক শক্তি।
প্রধান শিক্ষক
মানিকগঞ্জ সদর
১ Comment
congratulations