হৃদয়ে জন্মভূমি
সাব্বির আহমেদ
আমরা আমাদের দেশকে প্রাণের চেয়েও অধিক বেশি ভালোবাসি
মন আমাদের বিমোহিত হয়ে যায় জাদুমাখা মায়াবী রূপ দেখে আর ওই হাসি,
তোমার বুকে জন্ম নিয়ে মাগো আমরা সকলে ধন্য
ত্রিশ লক্ষ তার অধিক জীবন বিলিয়ে দিয়েছে তোমার জন্য।
প্রয়োজনে আরো জীবন দিব তবুও তোমায় চিনিয়ে নিতে দিব না কেউ
মাগো তুমি লক্ষ লক্ষ সন্তানের মা স্পষ্ট ভাষায় বলে দেউ,
তুমি মাগো অনন্য সাহসী মহান মাথা ঠেকানোর নয়
তোমাকে বাঁচাতে আমরা কখনো মাগো জীবন দিতে করি না ভয়।
মাগো তোমার পবিত্র অঙ্গে লাগাতে দিব না আমরা অন্যায় অত্যাচারের ছায়া
তুমি সত্যের দিশারী গান গেয়ে যায় ওই সুজন নাওয়ের নাইয়া,
মাগো তুমি সুন্দরের চেয়েও অধিক সুন্দর মায়াবী রূপবতী
তোমার রূপের শেষ হবে না মাগো হবে না কখনও ইতি।
মাগো তুমি হাসিলে তোমার সন্তানেরা হাসিবে তুমি কাঁদলে কাঁদিবে
বারবার মাগো তোমার মায়াবী মুখ দিয়ে বল তোমার বুকে আমাদের জায়গা দিবে,
মাগো তোমায় আমরা ভালোবাসি পাগলের মতন
তোমার তরে বিলিয়ে দিয়েছি মাগো আমাদের এই ছোট জীবন।