১৫৬ বার পড়া হয়েছে
হাসির মাঝে লুকোনো কষ্ট
কল্পনা সুলতানা।
আমার সমস্ত হাসির মাঝেও
কি যেন একটা কষ্ট লুকিয়ে থাকে।
আমার সমস্ত আনন্দের মাঝেও
কি যেন একটা নিরানন্দ ঘুমিয়ে থাকে।
তোমাকে যে আমার স্মরণ করতেই হয় প্রিয়-
নইলে…
আমার প্রেমস্বত্তা আমাকে…
উপহাস করে বেড়ায় সারাবেলা সারা দিনমান।
তুমি এসেছিলে কুয়াশা ঝড়া শিশির বিন্দু হয়ে,
শিশিরের বিন্দু বিন্দু জল থেকে
অতঃপর হয়েছিলে নদী।
যে নদীর গহীনে ডুবে গিয়েছিলাম আমি।
কখন যেন সেই স্রোতস্বীনি নদী
শুকিয়ে হয়ে গেলো শুকনো বালুচড়।
কালবোশেখী ঝড়ে ভেঙে দিয়ে গেলো
তোমার আমার স্বপে গড়া ভালোবাসার ঘর।
১১/১০/২২ ইং
১ Comment
congratulations