২০৮ বার পড়া হয়েছে
স্বপ্নভঙ্গ
হাতটা যখন ছেড়ে দিলে
মাঝ রাস্তায় রেখে দিলে
ডুকরে কাঁদে বোবা মন
স্বপ্নগুলো জ্বালায় সারাক্ষণ ৷
রইল পড়ে স্মৃতিগুলো
যদিও সব এলোমেলো
সহ্য করার শক্তি চাই
বেদনাগুলো যাক নীলিমায়।
আঘাত
আজ যাকে এতটা আঘাত
দিয়ে দূরে সরিয়ে দিলে
একদিন ভালোবাসার হাতটা
তুমি বাড়িয়ে দিয়েছিলে ৷
তুমি চাঁদ, আমি মাটি
তাই দূরত্বটা বুঝিয়ে দিলে
যদি আমি চলে যাই
নক্ষত্রের পারে
জানি আমি, তুমি আর
আসবে না খুঁজতে আমারে
যদি কখনও মনে হয়
ফিরে আসবে আবার
মনে রেখ, আমি আছি
সেই আগের অবস্থানে ৷