১৫৪ বার পড়া হয়েছে
ফেরা
হাসান ওয়াহিদ
পথতরুর ছায়ায় দুপুর গড়িয়ে যায়
ছেঁড়া ছেঁড়া মেঘে লেগে থাকে
ফিকে গোলাপি রং
একটা ঘুড়ি হয়ে আকাশে
প্রায় একটা বিন্দু হয়ে বাতাসে সাঁতার দিই
বিস্ময়ের সঙ্গে আনন্দ মিশলে যেমন হয়।
সোনালি রোদ গায়ে মেখে
আকাশ ছোঁয়ার খেলায় মেতে উঠি
যদিও সে উড়ায় ঘুঘুর ডাকের মতো
একটুখানি একাকিত্ব লেগে থাকে।
নিচে কাশফুল, পাশে আলোর ইশারা
ছিঁড়ে নেয় মায়াজাল
কেড়ে নেয় স্বপ্নের মুকুল হয়ে ফুটে ওঠা।
যার খুশিতে উড়ছিলাম তারই ইচ্ছা মেনে
গাঢ় সন্ধ্যায়
এই শহরের কোনো এক ঘরে
ধুলোমাখা আসবাবপত্রের আলোর আড়ালে
ফিরে যাই।