২০০ বার পড়া হয়েছে
নবী মোদের করবেন পার
হানিফ শমশের
শ্রেষ্ঠ উকিল আছেন আমার
পীর ধরার কি দরকার?
শেষ বিচারে, পীর লাগবে না কোনো কাজে
নবী মোদের করবেন পার
আমি গোনাহগার, নবী জামিনদার।
আখিরাতে পানা চেয়ে, উম্মতের লাগিয়া
জান্নাতের সাফাই করবেন সেজদাতে পড়িয়া,
খুশিতে বলবেন আল্লাহ, রহমতের আম্বিয়া
যত খুশি উম্মত নিয়ে জান্নাতে যান চলিয়া।
হাশরেতে তৃষ্ণাতে থাকবো যখন হাহাকার
নবী মোদের পান করাবেন হাউজে কাউছার
নবীকে ভালোবেসে, মধুর হাসি হেসে
আল্লাহর ভালোবাসায়, খুলবো জান্নাতের দোয়ার।
রচনাকাল। 18/8/2021 ইং রাত্রি বেলা
৩ Comments
কবিতাটা সত্যিই অর্থবহ ও গভীরতায় অনন্য ৷ ভালো লেগেছে ৷
দারুণ উপস্থাপন ।
ভালো লিখেছেন।
রূপক শব্দ কম ব্যবহার করলে ভালো