১৫৫ বার পড়া হয়েছে
রাসুল এলেন
যেদিন হাই হাফিজ
রাসুল এলেন যেদিন,
আঁধার ধরায় আলোর মিছিল
আসলো নেমে সেদিন।
রাসুল এলেন যেদিন,
ভ্রান্ত পথিক পথের দিশা
পাইলো খুঁজে সেদিন।
রাসুল এলেন যেদিন,
উঁচু-নিচুর বিভেদ ভেঙে
সাম্য এলো সেদিন।
রাসুল এলেন যেদিন,
শোষণ জুলুম হিংসা ঘৃণা
দূর হল সব সেদিন।
রাসুল এলেন যেদিন,
দুঃখ ব্যথার এই জগতে
শান্তি এলো সেদিন।
১ Comment
কৃতজ্ঞতা অশেষ কালের প্রতিবিম্ব কর্তৃপক্ষের প্রতি।