১৭৭ বার পড়া হয়েছে
হাঁটতে চাই হাতটা ধরে
আয়েশা সিদ্দিকা হ্যাপি
কোন এক সময় বলেছিলে
তোমায় অনেক ভালো লাগে
কথা যতোই বলি
কেন জানি বলতে ইচ্ছে করে
হাঁটতে চাই হাতটা ধরে।
উত্তরে বলেছিলাম আমি পদে পদে
পারবো না তোমার কখনো
হাতটা আমি ধরতে।
যদিও তখন থেকে মনে মনে
অনেক ভালো লাগতো তোমাকে
যা বুঝতে চাই নাই কখনো আমি নিজে।
তুমি বলেছিলে বন্ধু হয়ে একটু থাক আমার পাশে
আমি নিয়েছিলাম সেইদিন তোমার কথা মেনে।
শেষ পর্যন্ত নিয়ে নিলে
মনটা আমার ঠিক জয় করে
আজ বলতে আমি বাধ্য
ঠিক তোমার কথা মতো
হাঁটতে চাই হাতটা ধরে।