হবে পরাজয়
শীরীন আক্তার
২৬/০৭/২২
কিছু চাইনা তোমার কাছে
কারো কাছেই নয়,
যদি পাই অদৃশ্য অনুভবের
শুধুই ভালোবাসা, সহানুভূতি
ভাববো পুরো পৃথিবীটাই
আমি করেছি জয়।
এটি শুধু একক কারো চাওয়া
বলবে, সে সুযোগ নেই মোটেই,
প্রাণী মাত্রই গভীর ভালোবাসার
কাছে হিংস্রতা ভুলে পোষ মানবেই।
এসো আমরা মানবজাতি
এ ভাবনার সাথে করি সংহতি।
আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে
কাছে টেনে লই
তার দুঃখ-কষ্ট ও আনন্দে
সমভাবে অংশীদার হই।
যদি আমি সুখ পাই তাতে
আমার পরম প্রাপ্তি সেটাই।
করে অপরের ক্ষতি
কখনোই কেউ লাভবান হয়নি।
বিধাতার বিধান সমান
সবার জন্যই।
তিনি মানুষের সৎ কাজের জন্য
যেমন করেন পুরস্কৃত,
তেমনি অসৎ, অন্যায়ের তিনি
শাস্তি দিয়ে করেন তিরস্কৃত।
তাই আমরা সব ধর্মমতকে
প্রাধান্য দিয়ে নিজের
আমিত্বকে ঠিক রেখে
বিবেকবান হই,
আমি যে আশরাফুল মাখলুকাত
শ্রেষ্ঠ কাজটি করে সেরা হবার
প্রমাণ দিই।
তাহলেই বিরাট বিশ্বটা
হয়ে যায় শান্তিময়
যুদ্ধ, হোক তা প্রত্যক্ষ বা পরোক্ষ
তার হবে পরাজয়।
গন্ধরাজ, মাইজদী, নোয়াখালী।