১২৪ বার পড়া হয়েছে
জন্মভূমি
স্বাধীন আসাদ
সারাদিন দেখে দেখে দেশের ছবি
মাঝ রাতে একা একা কাঁদেন কবি
“ওগো মোর জন্মভূমি
কেন নীরবে কাদোঁ তুমি”
তোমার বুকে একী সাজ
অগনিত মানুষের লাশ
কষ্টকফিনে শুয়ে তুমি
হয়ে গেছো জীবন্ত মমি
বাজবে আর কতদিন
মায়ের বুকে করুন বীণ
অচল মানুষ বেশি দামি
বোবা হয়ে গেছি আমি।
২ Comments
অসাধারন হইছে স্যার
very good; congratulations.