২৩১ বার পড়া হয়েছে
স্বাধীনতা
। রওশন আরা ইসলাম ।
স্বাধীনতা!
তুমি মুক্ত বলাকা নীল আকাশের গায়,
তুমি মনি-কাঞ্চন ঘুঙুর কিশোরীর আলতা পায়।
তুমি ধলেশ্বরীর কাশবনে যুবক-যুবতীর আলীঙ্গন,
তুমি অশীতিপর বৃদ্ধের জীবন স্পন্দন।
স্বাধীনতা!
তুমি মাইক্রফোনে পাতি নেতার বকবকানি,
তুমি দাঁড় টানা মাঝির ভাটিয়ালি গানখানি।
তুমি আবোল- তাবোল যত কথা ছোট্ট শিশুর মূখে,
তুমি এন্ড্রোকিশোরের গেয়ে যাওয়া গান সৃষ্টির সুখে।
স্বাধীনতা!
তুমি প্রচ্ছদ সর্বস্ব বই একুশের মেলায়,
তুমি কবিতার ক্রন্দন কালের ভেলায়।
তুমি মহাকাশে স্যাটেলাইট, সাগরে সাবমেরিন,
তুমি নোংরা হাসপাতাল; এ্যাম্বুলেন্স সার্ভিসবিহীন।
১ Comment
অনেক সুন্দর লেখা,ভালো লাগলো খুব