স্বাক্ষী
নাজমুন চৌধুরী (জেসমিন রিকা)
অনেকটা পথ হেঁটে এসে ও হয়নি হাঁটা তোর পাশে!
স্বাক্ষী রইলো চন্দ্র, সূর্য, স্বাক্ষী রইলো তারা!
তোর জন্য অষ্টপ্রহর আমি দিশেহারা…
তুই আমার ভালোবাসার ধন
আমার জীবন মরণ!
তোকে ছাড়া যায় কি বাঁচা এক মুহূর্ত
হৃদয় জুড়ে হয় রে রক্ত ক্ষরণ!
আমি কি হেয়ালির বিষয়বস্তু?
আমি কি উপহাসের বিলাস সামগ্রী?
আমি কি হৃদয় ছুঁতে পারি না তোর?
তুই আমার দুষ্টু মিষ্টি মধুর সুরের বাঁশি!
তোকে আমি জীবন দিয়ে বড্ড ভালোবাসি!
তুই আমার রাগ অনুরাগ, তুই আমার হাঁসি
তোকে না দেখলে আমার গলায় বিঁধে ফাঁসি!
তোর কণ্ঠ শোনার জন্য আকুল হয় রে মনপ্রাণ!
তুই যে আমার জান পাখি টা আমার পরাণের পরাণ!
তোর বিরহে অন্তর জুড়ে ভীষণ শূন্যতা!
দুঃখের অনলে হৃদয় নিকুঞ্জে একরাশ বিষন্নতা!
অশ্রু ছলছল জলধারা বয় চোখের নদীতে!
কোন বাঁধা মানে না, ছল জানে না নিভৃতে কাঁদে হিয়া!
অবুঝ মনের সবুজ ভালোবাসা অফুরন্ত প্রিয় তোরই জন্য!
তোর ভালোবাসা পেয়ে হয়েছি আমি ধন্য হে প্রিয় ধন্য!
আমার সুপ্ত আশা, অঙ্কুরিত প্রেম ভালোবাসা সবই যে শুধু তোরই জন্য!
ঢাকা!