১৩৬ বার পড়া হয়েছে
স্বরবৃত্তে বিশ্বকাপ
নীপা খান
দ্বীপ শিখা আজ জ্বলছে মাঠে
খেলা জমছে দর্শক হাটে।
খেলোয়াড়রা হয় পাগলাটে,
ফলাফল সব লাগছে ধোঁয়াটে।
বিশ্বকাপ কে নিবে তটে!
তবে রটে যা হয় বটে।
বিশ্বকাপ হয় ভোগাসের মত
আবেগ নিয়ে ছেলেখেলা যত,
পূঁজিবাদের উন্নতি তত।
________
নীপা খান, হবিগঞ্জ।
০৭.১২.২০২২
১ Comment
চলুুক.,.