১৫৫ বার পড়া হয়েছে
স্বপ্ন মোর স্বপ্ন রয়
মোঃ ইসহাক মিয়া
(সনেট কবিতা)
স্বপ্ন মোর স্বপ্ন রয় হেরে নাকো আলো,
আমি যে অতি নগণ্য নই নামি দামি।
কবি হতে টাকা লাগে, লাগে মামা খালু,
নেই কোনটাই তবু লিখে যাচ্ছি আমি।
যেদিকে তাকাই হেরি শুধু যে আধার,
থুবড়ে পরি অন্ধের ন্যায় চলি পথ।
ছুটি উল্কা বেগে পেতে আলোর বাহার,
থামে নাকো দিবারাতি কভু মোর রথ।
চেষ্টা বাঁচিবার তরে মানবের মাঝে,
লেখনীতে মনিষ্যির হৃদে নিয়ে ঠাঁই ।
কিন্তু হায়,ঝরে আশা আঁখি ভারি ভাঁজে,
স্বপ্ন হবে পূর্ণ পথ খুঁজে নাহি পাই।
আমি দুর্বার মানিব না হার জনমে,
থাকিতে দেহে পরাণ যাব নাকো থেমে।
১ Comment
কৃতজ্ঞতা অশেষ