স্বপ্ন নদীর তীরে
রুনা খান
চলে এসো, এই শীতলক্ষা নদী তীরে
স্বপ্নরা এখানে জলের কণায়, কণায়
মিশে রয়েছে;
আশারা বাঁধ ভাঙা নৃত্য করে চলেছে
ঢেউয়ের প্রতিটি দোলায়, দোলায়।
জলজ প্রাণীরা,
গড়েছে সাম্য ও মৈত্রীর বন্ধন,
প্রেম ও ভালোবাসার বর্ণচ্ছটায়
জ্বল, জ্বল করছে নদীর জলের প্রতিটি বিন্দু।
যদি ইচ্ছে করে,
যদি তোমার মন চায়,
তবে চলে এসো, এই স্বপ্ন নদীর তীরে ।
কাশফুলের দোলা বুকে নিয়ে আমি
অপেক্ষা করছি তোমার আশার।
নদীর এপার টায় , যেখানে আমি বসে.
পাড় ভেঙে পড়ছে একটু একটু ,
ওপারে জাগছে, আবার নতুন চর।
নতুন স্বপ্নের আশা বুকে নিয়ে
সেখানে জাগছে, কচি সবুজ ঘাস।
বাতাস সমর্থনে এসে দোলা দিয়ে যায়
ওদের কচি সবুজ আশা ।
নদীর ওপার ঘেঁষে, যেখানে আকাশ
এক হয়ে মিশে আছে,
সূর্যটা অস্ত যাবার আয়োজন করছে ওখানে।
একটু পরেই নামবে আধার;
এখন চলে এসো তুমি।
এখন আর সূর্যের প্রকট আলোয়,
হঠাৎ কারো চোখে পড়ে যাবার ভয় নেই।
এখনই নামবে আঁধার,
ভয় কিসের?
আঁধারেই তো চলে যত সাহসের খেলা।
ভালোবাসার অবজ্ঞায়
চলে এসো সবকিছু ফেলে।
চলে এসো এই স্বপ্ন নদীর তীরে।
তোমাকে নিয়ে আমি
নতুন স্বপ্নের জাল ফেলবো,
এই স্বপ্ন নদীর বুকে,
তুলে নেব ঝিলমিল রূপালী নতুন আশা।