স্বপ্ন কথা
লাবণ্য সীমা
আমার দুচোখ ভরা স্বপ্ন,
কখনোও তা ক্লান্ত হয় না।
নিজেকে দেখেছি, আর হাজার স্বপ্ন বুনেছি।
কত কত স্বপ্ন জাল ছড়িয়ে দিয়েছি আমার চারপাশে।
যখন শিল্পীর তুলিতে রঙ ঝরে
তখন আমি উদাস চোখে তাকিয়ে থাকি
রঙ কেনার সামর্থ্য ছিলো না তাই কোনও চিত্র আঁকা হয়ে ওঠেনি।
কল্পনার রঙ দিয়ে সাজিয়েছি হাজারও ক্যানভাস।
সেদিন পথ চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেলাম গলির ঐ মোড়টাতে
একটি রুমে কতগুলো ছেলে গিটারে গান বাজাচ্ছে
গিটার শেখার শখ সেই ছোট বেলা থেকেই।
কতবার বায়না করেছি মায়ের কাছে
মা, বলতো ভালো করে পড়ো এবার ভালো রেজাল্ট করলে ঠিক কিনে দিবো।
টিউশন নিতে পারিনি বলে শত চেষ্টা করেও মান সম্পুর্ন ফল আমি কখনোই করতে পারিনি।
সাহস করে তাই দ্বিতীয় বার আর চাওয়া হয়ে ওঠনি।
সন্ধ্যায় পাড়ার মোড়ে দাঁড়িয়ে ধুমাওঠা চা আর সাথে ভর্তা দিয়ে
কলাইয়ের রুটি খাবার স্বাদ হতো খুব কিন্তু মেয়ে বলে কখনোও সে শখ পূরণ করতে পারিনি।
স্বপ্নরা,ডানা মেলে উড়ে বেড়ায় আমার মননে
আজ আমি স্বপ্ন দেখি না, আমি স্বপ্ন কে বপন করি ইচ্ছে মতো।
আজ আমার রয়েছে নিজস্ব সত্তা, আমার কলম।
যার শক্তিতে আমি যা ইচ্ছে তাই হতে পারি।
তা সে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা যাই হোক
আমার কল্পনা শক্তির প্রখঢ়তা অপার।
তাই আজ সব চরিত্রেই আমি মানানসই।
৩ Comments
অসাধারণ
আমি স্বপ্ন দেখিনা, স্বপ্ন দেখাই
Wonderful