স্বপ্নের রং
ডঃ ফারহানা শওকত
জানি না স্বপ্নের কি কোন রং আছে কিনা
লাল নীল সবুজ কিংবা হলুদ
কিন্তু স্বপ্ন পোড়ার রং দেখেছি বিভৎস লাল থেকে কালো…
ধুসর থেকে ছাই…
ঘুমন্ত পৃথিবীর নিস্তব্ধ বুকে
কোন কোন ভোর হয় কিন্তু আলো থাকে না
কুন্ডলী পাকানো ধোঁয়া গিলে খায় স্বপ্ন
সবুজ পাতা থেকে হলুদ তারপর কালো ছাই
বেদনার পাহাড়সম ভার চারদিকে শুধু চাপা কান্না!
কারো পুড়ে, কারো পোড়ায়..
কেউ কেউ আবার অট্টহাসে আড়ালে
বৃষ্টি সবার জন্য আসে কিন্তু ভেজে কেউ কেউ
মন পোড়া গন্ধ কি সবায় পায়?
জেনো রঙ শুধু আলোক বর্তিকা তরঙের প্রতিফলন
যখন স্বপ্ন বুনে বুনে ক্লান্ত রেটিনাতে ঢেউ উঠে
তোমার আমার লাস্যময়ী বিকেলের স্নিগ্ধ রঙ গলে
স্নায়ুতন্ত্রের ভিতর মাদুলির মতো জড়িয়ে ধরে
সে স্বপ্নের ভোর আর আমাদের ভাবনাগুলো
অতিক্রম করে সে রঙের সমুদ্র।
৩০/৪/২৩