স্বপ্নচাষী
(মোঃ আব্দুল হামিদ সরকার)
আমি এক স্বপ্ন চাষী, স্বপ্নেই করি বাস,
মুঠো মুঠো খোয়াব জ্যোতি ফেলি দীর্ঘশ্বাস।
স্বপ্ন দেখি দক্ষিণা হাওয়ায় উড়বে শত কপোত,
শান্তির সওগাত আনবে ঠোঁটে করবো সাম্যের শপথ।
মানবতার নদী থাকবে সরব, নাহি কোমবে নাব্যতা,
সাম্য মৈত্রী উদারতায় ভরবে শতশূন্যতা।
নয়ন জুড়ে স্বপ্ন পুষি ছড়িয়ে দেই তা,
গুণীজনকে করবো ভক্তি, সন্মান আর শ্রদ্ধা।
ভোরের আলোয় প্রজাপতি গায় যে কত গান,
চলবো ছুটে গাঁয়ের বাটে দুলবে সজীব প্রাণ।
ছিন্নহারার লইবো খবর, দিবো সেবা তাদের,
জনকল্যাণে নিবেদিত, জয় যে হবে ব্রতের।
প্রীতি দিয়ে লইবো বুকে অনাথ শিশু যারা,
পথের ধারে ছেঁড়া বস্ত্রে ক্লিষ্ট দেহ তারা।
পলকে পলকে দেখি স্বপ্ন, দেখবো ভুবন ঘুরে,
আমার চুম্বন দিবো পৌছে দুখীজনের তরে।
মনের ভাষা, চোখের ভাষায় স্বপ্ন একাকার,
স্বপ্নচাষী আমি যে তাই, স্বপ্নের পাতাবাহার।
১ Comment
Congratulations