স্বপ্নগুলো খুব ভীতু হয়
অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান শাওন
আমাদের ভালোবাসা এগুচ্ছে না, আর…।
পদ্মদিঘির স্বচ্ছজলের মতো স্থির হয়ে আছে।
সেখানে বাতাস এসে দোল দিয়ে যায়, সময় দিয়ে যায় মাঘি পূনিমা চাঁদ, খুব গোপনে,
তবুও
আমাদের ভালোবাসা এগুচ্ছে না–
কোথাও কোন ট্র্যাফিক জ্যাম নেই।
সামনে ফাঁকা পিচঢালা পথ।
তবুও এগুচ্ছে না।
ভালোবাসলে, ইচ্ছেগুলো হয় নীলিমা সমান।
শুধু দেখলেই হয় না।
কফির টেবিলের ওই পাশটাতে বসলেই হয় না।
প্রতিদিন মুঠো ফোনে দীর্ঘকাল কথোপকথন করলেই হয় না।
কিয়ৎ হাসিতে তোমাকে ভালোবাসি বললেই, হয় না।
তাকে ছুঁতে ইচ্ছে করে, চুলের সুগন্ধি আবরণহীন শরীরে মাখতে ইচ্ছে করে।
সন্ধ্যার পর, ল্যামপোষ্টের সোডিয়াম আলোয় রিক্সায় করে ঘুরতে ইচ্ছে করে।
কাচের চুড়ির রিনিঝিনি আওয়াজ তুলতে ইচ্ছে করে।
তার হাসিগুলো খুব গোপনে গিলে মনের মধ্যে জমিয়ে রাখতে ইচ্ছে করে।
অবুঝ শিশুর মতো নাকে নাক ঘষে আদর করতে ইচ্ছে করে।
হাতের মুঠোয় হাত রেখে, তোমাকে অনেক ভালোবাসি বলতে ইচ্ছে করে।
সময়-অসময় নেই, হঠাৎ তাকে দেখতে ইচ্ছে করে।
পিঠের পাশে থাকতে ইচ্ছে করে।
কোন কারণ নেই, তার পরেও শাসন খেতে ইচ্ছে করে।
জীবনের প্রথম ঘাম ঝরানো টাকায় নীল শাড়ি কিনতে ইচ্ছে করে।
আমাদের ভালোবাসা আর এগুচ্ছে না–
পদ্মদিঘির স্বচ্ছ জলের মতো স্থির হয়ে আছে।
স্বপ্নগুলো কেন যে খুব ভীতু হয়!