স্পর্শ
মাকসুদা খাতুন
ফেসবুকে দেখেছিলাম
তোমার ছবিখানি,
ছবি দেখে সিদ্ধান্ত নিলাম
তোমার সাথে দেখা করবো আমি।
ছুটি নিয়ে দেখা করতে এলাম
200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে
দেখলাম তোমায়,
নীল শাড়িতে দাঁড়িয়ে আছো জারুল গাছের নিচে
চারিদিকে জারুলের ফুল দিয়ে রাস্তা গিয়েছে ঢেকে।
তুমি চেয়েছিলে দূরে কোথাও
তাই এই জায়গাতে এসেছি আমি,
তোমার অন্তরের ছোঁয়ায়
হাটছি পাশাপাশি।
বসলাম গিয়ে নদীর পারে
মাছ ধরছে জেলে,
তুমি আমার মুখের দিকে
তাকিয়েছিলে এককভাবে।
বললাম তোমায় তোমার হাতের উপর
রাখতে চাই আমি আমার হাত
বললে হেসে রাখতে পারো।
যখন আমি রাখলাম হাতের উপর হাত
বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে,
ফিরে আসার সময় বললো সে
কেন রাখলে হাতের উপর হাত?
বললাম হেসে স্পর্শ নিলাম তোমার
যেটা ছিল কোন বন্ধুত্বের ভালোবাসার ছাপ।
_______________
মাকসুদা খাতুন
সিনিয়র স্টাফ নার্স, ঠাকুরগাঁও।