স্নিগ্ধ ভোর
সাগর শাহ্
আমি দুর্দিনের পথের যাত্রী দিবারাত্রি,
নিশি করি ভোর।
বাড়ি আমার অট্টালিকা
জানি বহুদূর।
আমি ঘুর্ণীঝড়ে ঘোর বিপাকে
কোন দিকে নিবো মোড়।
মরু পথে, ছায়া হাতে যাবো আমি,
সেটা কতো দূর।
আমি জাগরণে নিশি জাগি,
স্বপ্ন দেখে আবার ভাগি
যদি পেতাম কোনো একটা হুর,
পাড়ি দিতাম অট্টালিকা,
বয়ে যেতাম সাত সমুদ্র।
আমার হয়নি দেখা,
কেমন ছিলো সোনালি রোদ্দুর
লোহিত লাভা, অগ্নিশিখা,
পা ভিজাই আমি
খুঁজে ফিরি শিশিরের স্নিগ্ধ ভোর।
কবি পরিচিতি:
জন্ম:
কবি সাগর শাহ্ কিশোরগঞ্জ, কটিয়াদী, বনগ্রাম ইউনিয়ানের শিমুহা নেহারদিয়া গ্রামে ০৮ ডিসেম্বর ২০০০ সালে জন্মগ্রহণ করেন।
তার বাবার নাম মো: বাদল মিয়া ও মায়ের নাম: নার্গিস, তারা দুই ভাই এক বোন, তার মাঝে সে বড় ২০২০ সালে চৌদ্দশত কিশোরগঞ্জ
নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে SSC পরিক্ষা দেয়।
বিষয় ইতিহাসে পরীক্ষায় ফেল আসায়, রাগে আর পরীক্ষায় না দিয়ে, এই সাহিত্য জগতে আসা কিছুটা হলেও ইতিহাস গড়বে বলে।