২০২ বার পড়া হয়েছে
স্নানের জলে
পলি রহমান
স্নানের জলে অতৃপ্ত চেনা মুখ মৃদু হাওয়ায় তিরতির কাঁপে,
জলের গায়ে অদেখা প্রেমের সুগন্ধি অভিমান,
বুঝি এইমাত্র ছুঁয়ে দিয়ে গেলো সব্যসাচী তান্ত্রিক।
স্নানের জলে উপচে পড়ে আগুন মাখা প্রেম,
অঞ্জলি ভরে আগুন তুলি, মাখাই প্রতি অঙ্গে অঙ্গে,
আরো আগুন করি আঁকাবাঁকা হরিৎ যৌবন!
আগুন রঙ গ্রীবা অনন্ত অপেক্ষায় প্রহর গুনে যায়,
প্রহর গুনে যায় একটি অনন্ত মহামিলনের,
অপেক্ষার হলুদ প্রহরে ছোবল হানে বিরহের ভুজঙ্গ,
দংশনে দংশনে বিষ ছড়ায়, ঢেউ তোলে জলে!
তবু স্নানের জলে অতৃপ্ত চেনা মুখ মৃদু হাওয়ায় তিরতির কাঁপে।
১ Comment
very good job; Congratulations.