১৫০ বার পড়া হয়েছে
সবই তোমার জানা
–আব্দুল অদুদ চৌধুরী (সৌদি আরব, মক্কাহ)
কী হালেতে আছি-রে বন্ধু
সবই তোমার জানা।
আর কতোদিন ভাসিবো আমি
দেও একটু সাত্বনা।
দিবানিশি শান্তি নাইরে
দেখি সব অন্ধকার
দুঃখ আর বলিবো কারে
দরদী ভবে পাই না।
কাঁন্দি বসে রোজ নিশিতে
সবই তুমি পারো দেখিতে
আমার বাড়ি আসিতে
করো এতো বাহানা।
আব্দুল অদুদ কপাল দোষে
পড়ে আছি দূর প্রবাসে
কপালে মোর কী বা আছে
ভাবিলে কুল পাই না।
১ Comment
আব্দুল অদুদ কপাল দোষে
পড়ে আছি দূর প্রবাসে
কবির লেখা মানেই অন্য রকম সুর