১২১ বার পড়া হয়েছে
যোদ্ধা
সৈয়দ মোকাররম বিন হাসেম
হাজারো ঘাত-প্রতিঘাতে
দাড়িয়ে থাকতে শিখতে হয়।
শুধু নয় পলি মাটিতে
উত্তপ্ত মরুতেও দাঁড়াতে হয়,
ফুল ফোটাতে হয়।
জন্মেতো কোন সঙ্গী থাকে না,
মৃত্যুতেও কি কেউ থাকে?
বিশাল আকাশের সংজ্ঞাও
কেউ কি জানে?
শত-কোটি নক্ষত্ররাজি
চলেতো আপন শানে।
হারাবার কি কিছু আছে
এই ছোট্ট পৃথিবীতে?
হতাশায় যাদের বুকে বাধা
মৃত্যু তাদের সাথে।
হতাশার বাড়িতো ফুজির বনে
মুমিনের কাজতো নেই সেখানে।
৪ Comments
কবি রাম প্রসাদ মাইতির দুটি কবিতা
1)স্বাধীনতা রচনা কাল -13/07/21
স্বাধীনতা তুমি দিগন্ত জোড়া মাঠ
স্বাধীনতা তুমি ভেঙে ফেলা চৌকাঠ।
স্বাধীনতা তুমি উদাত্ত নীলাকাশ
স্বাধীনতা তুমি জীবনের উচ্ছাস।
স্বাধীনতা তুমি মায়ের হাতের চড়
স্বধীনতা তুমি রাণা প্রতাপের গড়।
স্বাধীনতা তুমি একুশে ফেব্রুয়ারি
স্বাধীনতা :তোমাকে কখনো ভুলতে পারি?
স্বাধীনতে চেয়ে*খোলা জানালার পাশে
তৃষিত গৃহিনী আকাশকে ভালোবাসে।
অষ্টাদশীরা পুরুষের পাশে হাঁটে
স্বাধীনতা খোঁজে ভেঙে ফেলা চৌকাঠে।
গরিবেরা চায় টাটকা গরম ভাত
ক্ষুধার অন্ন, অসময়ে হাতে হাত।
কাঙাল শিশুটি কেন পড়ে রবে ঘরে
“সার্ব্বজনীন শিক্ষা সবার ”
তবে ওমুখো হবেনা কেন? শিক্ষার তরে
বাবা মার সাথে বড়দিদি যায় খেতেখামারে
তারচে ছোট বোনটি কচিবাচ্চাকে
সামলায়, সে থাকে ঘরে?
রবীন্দ্রনাথ,কাজী নজরুল কবিতা ও গানে
বুঝিয়ে ছিলেন,স্বাধীনতার কি মানে।
ঝাঁকে ঝাঁকে প্রান দিয়ে গেল বলিদান
কত বীর বিপ্লবী,আজাদ হিন্দ সেনা তারা
স্বদেশে ফৌজে এখনো পেল না স্থান?
ধনী জমিদার, প্রান্তিক ব্যবসায়ী
শিল্পী কুশলী,সাহিত্যে অনূধ্যায়ী
কত কৃষক মজুর বার বনিতার ত্যাগ ও দানে
হে স্বাধীনতা :”তুমি ভূষিত এ সম্মানে?
আজ যখন মিনি কেঁদে কেঁদে
আধো আধো স্বরে বলে,”দাদুন একটা পতাকা রাখবে আমার তরে।
পতাকাটা নিয়ে দিদিমণিদের সাথে
আমিও হাঁটবো পথে।
নিরাশ করো না মোরে।
গর্বে আমার বুক ফুলে ওঠে সুখে
এমনি ভাবেই যেন,ভাবি প্রজন্ম মনে রাখে
2)
আবার আসবো ফিরে এই বাংলায়
কবি-রামপ্রসাদ মাইতি রচনাকাল-02/07/21
পরিযায়ী পাখিদের মত
চলে যাবো দূর দেশে।
চেনা জমি আস্তানা ছেড়ে।
হতাশায় ভিজে ভিজে সবটুকু ফেলে।
এই ঘর দোর,এ মাটির টান
নিকোনো উঠান ছেড়ে চলে যাবো
আসবো না আর।
যদি কখনও সময় হয় এ মাটির টানে
পৌষের ভরা শীতে ফলন্ত অঘ্রানে?
আসতে পারবো কি না তাওতো জানি না?
দূস্তর সমুদ্র পার হতে হতে মাস্তুলে বসে
ভিজে ডানা রোদ্দুরে শুখোব।
বৃষ্টিপাত হলে নেমে এসে
যেখানে বৃক্ষের ডালে সবুজ পাতারা ঠোঁটে
ঠোঁট রাখে, সঘন সে শাখে মিশে রব।
ধ্রুব নক্ষত্রের চোখে চোখ রাখে
দোলুনীতে যে নাবিক দিক ঠিক রাখে
জীবনের কিছু কথা তাকেই শুধোব।
নতুন ঠিকানা ফেলে আবার আসবো
ফিরে ভালোবেসে ;এই বাংলায়।
Dear Poet,
Plz send your poems through E-mail: khair.hrm@gmail.com
লেখা পাঠানোর কথা বলা হয়েছিল তাই
পাঠিয়েছি।তবে কি ভুল করলাম।মনোনীত হলে জানাবেন?
সুধী,
এইভাবে কেউ কি লেখা পাঠায়? দয়া করে… আবার পাঠাবেন, ইমেইল করতে হবে। একটা ভালো মানের ছবি সহ লেখা ইমেইল করেন।