সভ্যতার পোশাকে শরৎ
সৈয়দা রুবীনা
তারিখ ১৩/১০/২০২১খ্রী.
রোদ- সূর্যের সখ্যতায় ঘাম ঝরা কৃষকের
চোখে মুখে ধূলো উড়িয়ে
মাটির গন্ধ শুকে বৃষ্টি ফোঁটায় দুধের ছানা
খুঁজে সভ্যতায় ফুঁ দিয়ে।
দ্রোহের বেদনায় বায়ুর বন্দনায় সবুজের প্রান্তরে
সুর তোলে আসে বারংবার
প্রকৃতি চলে নিজ গতিতে পোশাক পরা সভ্যতায়
উলুধ্বনি বসেছে আজ সয়ম্বর।
বন্টিত মানচিত্রে কেউবা স্বপ্নরা করে চাষ
অঙ্কুরোদগম লাঙ্গলের ফলায়
পকেট ভারিতে কেউ তুলেছে হাঁক ঐ
বাজারের অস্থিরতায়।
পুজোয় কারো হাঁড়ি পোড়ে মিছে গৃহবধূ
প্রতিক্ষায় খাদ্য জ্বালে
দেখো সাহেবরা সয়ম্বরে বসেছে ঝলমলে পোশাকে
সুরায় টলমলে মদ ঢেলে।
সভ্যতার পোশাকে বারবার শরৎ আসে
সাদা মনের আলোকে
শ্রমমূল্যের হেথা হয় বিকিকিনি রাষ্ট্র ভেঙ্গে
কুচক্রির অন্দরে দূর্বিপাকে।
অপ্রাপ্তির কালো টিপ পরে শরৎ আসে
পাড় ভেঙে করে নতুন
সরলচিন্তায় রুবীনার বাসনায় আপন-পিয়াসী
সভ্যতার পরিণত বসন।