আজন্ম তোমার দিকে
সৈয়দা জহুরা ইরা
মানুষের শরীর জুড়ে মনে মস্তকে জেগে আছে
অজস্র রাক্ষুসে ক্ষুধার অঙ্গার
হয়তো তুমিই হবে সেই সব ক্ষুধা ভাঙ্গা শব্দের
দক্ষ নিপুণ কারিগর ।
ফুলে ফুলে সাজিয়ে ধরা তুমি শব্দকে ভাসিয়ে
দাও নতুন নতুন সুরে
জুবুথুবু স্বরহীন কণ্ঠের তুমুর বিদ্রোহ ভেসে যায়
দূর থেকে দূরে বহু দূরে।
রঙিন স্বপ্নময় শব্দ, সুফলা নিসর্গ, বর্গিহীন ভুমির
তুমিই তবে দক্ষ চাষি,
রক্তে দোলা চোখে অনল অমিয় তেজি শব্দের বিভায়, তোমাকে ভালোবাসি।
হরণ প্রয়াসী তুমি হরণ কর রৌদ্রের প্রতিভা আর
যত বিষের বিষাক্ততা
মানবোচিত প্রত্যাশা তুমি সূর্যের সুঘ্রাণ অভ্রভেদী
কৃপাণ শুদ্ধ স্বাধীনতা।
নশ্বরতার মাঝে তোমার মুখ যেন দিব্য আর্শি নিসর্গের দূত,জাগ্রত স্বদেশ,
আদিগন্তের জ্ঞান প্রেম পৃথিবী আর উত্তাল
হৃদয়ের সবিশেষ নির্দেশ।
খঞ্জর কবিতা তোমার আঘাত হানুক অন্ধ হৃদয়ে
আর অসংগতির দরজায়,
নক্ষত্রপুঞ্জ শুধু নয় রাশি রাশি মানুষ থাকবে চেয়ে
এক তোমারই প্রতিক্ষায়।
দুঃখগুলো সাজিয়ে নিয়ো নকশিকাঁথার ফোঁড়ে ফোঁড়ে, তোমার সৃষ্টির সম্ভারে,
তুমি প্রষ্ফুটিত হও প্রজ্জ্বলিত হও
হও নন্দিত ঘরে ঘরে ।।
১ Comment
very good job.