১২২ বার পড়া হয়েছে
বালিশ তুই কার?
সেলিম ইসলাম খান
হায়রে বালিশ! শুধাই তোরে
বল না তুই কার?
তোর তলাতে পিস্তল কেন
বল নারে আবার।
বালিশ শুধু মুচকি হাসে
আমি মরি ত্রাসে,
ঘাম নয়রে রক্ত বেরোয়
এই বুকের ঘাসে।
অমনি পাশে গর্জে ওঠে
ঘুমাও তাড়াতাড়ি,
কি আর করি বালিশ সাথে
তখনি দেই আড়ি।
ভাবছি তবু ঘুমিয়ে গেলে
গালে কেন পালিশ?
ঘুমহীন এই রাত যে গেল
কারে করি নালিশ!
বালিশও নয় পালিশও নয়
মানবে না কেউ শালিশ!
অবশেষে নিজের গালই
করতে হল মালিশ!