১০৮ বার পড়া হয়েছে
তোমার সাথে
সেলিনা আখতার।
তোমার সাথে,
আমার একটা সুদীর্ঘ জীবন চাই।
জীবনের দুঃখ মাখা ক্ষণ আর
সুখের সৌহার্দ্য মাখা পরিধিতে
একমুঠো সুগন্ধি ফুলের মতন তোমাকে চাই।
তোমার সাথে,
সুবিস্তৃত একটা পথ চাই।
অবারিত জ্যোৎস্নার প্লাবন
অথবা গভীর অমানিশায়
দুই হাত আঁকড়ে ধরে অনন্ত কাল
তোমার সাথে হাঁটতে চাই।
তোমার মুখের ভাষার মতো
তোমার গায়ের গন্ধের মতো,
তোমার সাথে থাকতে চাই।
আভিজাত্য কিংবা দারিদ্রতায়,
ক্লান্তি আর অবসাদে।
মাটির মতো নিরহংকারে
প্রেমের পূজারী, স্নেহের দিশারী
আর মমতার অভিসারী হয়ে
তোমার সাথে কাটাতে চাই
পুরো একটা জীবন।