স্মৃতির আয়নায় তুমি
সুরাইয়া আলমগীর আনারকলি
কুয়াশা হীন ছিল সে স্মৃতিময় রাত
কুয়াশা ছিল আমাদের ভেতরে
তখন নক্ষত্রেরা নিরাপদে আর একটু
প্রকাশ্যের দিকে বেরিয়ে আসে
আকাশের আঁচল ছেড়ে দিয়ে
স্মৃতির গ্রামখানি জ্বেলেছে নীল আলো
সেই নীল আলোতে দেখেছি
তোমার শুভ্র বিশ্বস্ত হাত
আকাশ ঘিরে শিরিষ গাছ ঘিরে
সেই নীল আলোর কোমলতা ছড়িয়েছিল
সেই প্রথম দেখা রাত টিতে
কেটে গেল ক’টি মুহূর্ত ফুল
জ্বলন্ত লাল রঙিন রাতুল
তুমি কোথায় এখন আমি জানিনা
বুকের ঘাটলায় বাজে ছলছল
জলের কলস বাঁশ বনে আটকে থাকে
ভালোবাসার কানা চাঁদ
বিনিদ্র গল্পের মধ্যে ট্রেনের হুইসেল
বিঁধে থাকে শুধু
ক্রমশ শীতরাত বাইরে ঘন হয়
সবকিছু ঠিকঠাক আছে আগের মতই
হৃদয়ের ট্রাংকে সংগোপনে
মরচে ধরেছে শুধুই
দিনের শেষে রাখালের সুরে
শুনি যেন সেই জন্ম ব্যথা
বহতা নদীর মতোই নিঠুর সময় বয়ে চলেছে নিরবে
আমি কেবলি জ্যোৎস্নার পাথর কেটে অশ্বত্থের পাতার মিছিলে
বয়ে যাওয়া নদী কে ডাকি
সবকিছু ঠিকঠাক মত আছে সেই আগের মতই যা যেখানে ছিল ঠিক তেমনই থাকে
শুধু তুমি চলে গেলে উল্টোপাল্টা পায়ে কোন্ অজানা নিরুদ্দেশে।
২ Comments
অসাধারণ লেখা! খুব ভালো লাগলো।
very good poem. congratulations.