জানি ফিরবে তুমি
সুরত নূর ডেইজী
জানি তুমি ফিরবে, আকাশটা বাজিয়ে,
যেদিন ঐ দূর নক্ষত্ররা টিমটিম করে জ্বলবে।
হারিয়ে সকল আলো।
তুমি হাজার বার ডাকবে, নীহারিকা এসো, আমাকে একটু খানি আলো দাও।
অবলীলায় ছুড়ে ফেলেছিলেম একদিন সূর্যের আলো।
জানি ফিরবে দামামা বাজিয়ে, সাদা পতাকা গেড়ে
শূন্য ময়দানে।
যেদিন সকল সেনাপতি ক্লান্ত শ্রান্ত ঘুমিয়ে যাবে।
তুমি চিৎকার করে বলবে
এসো যোদ্ধা আমি আবার লড়াই করতে চাই!!
ফিরবে তুমি গভীর গহন রাতে,
যখন একটা ঝিঁঝিঁ পোকাও আর ডাকবে না।
বলবেনা এসো সখা রাত জাগি!
ফিরবে পরন্ত গোধুলি বেলায়,
যখন আর কোন ধূলিকণা রইবে না পথে।
বলবেনা এসো গায়ে মাখি আবির রং!
যখন কীটনাশকে সমস্ত ইরি-বোরো, বাদাম মরে যাবে।
খড়ি হয়ে যাবে মহিরূহ, তুমি ফিরবে
স্বপন করতে বপন বাতাসে !
১ Comment
good