কিছু শব্দ
সুমিতা মুখোপাধ্যায়
(ছোট গল্প)
শ্রীচরণেষু মা,,,,
তুমি আমার প্রনাম নিও। অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়ে ছি মা ।
তুমি মা অথচ তুমি আমায় চেনো না , সেন্ট যোসেফ মিশনারী হোম, নামটা চেনা লাগছে তোমার, হ্যাঁ সেদিন ওই হোমের উল্টোদিকের রাস্তার পাশে এক ডাস্টবিনে ফেলে চলে গেছিলে আমায়।
আমি চিৎকার করে কাঁদছিলাম, বিড়াল কুকুরে টানছিল আমায় । এক দলা মাংস পিন্ড। তুমি সে ডাক উপেক্ষা করে চলে গেছিলে। আমি তোমার ইচ্ছা না অনিচ্ছার ফল ছিলাম কিনা জানিনা ।জানতেও চাই না, কি আমার পিতৃ পরিচয়। শুধু একবার তোমায় দেখতে চাই ওই পা দুটো ছুঁতে চাই । আমি চলে যাবো বিদেশে ডাক্তারি পড়তে। তাই যাবার আগে তোমার সাথে দেখা করতে চাই।
তুমি ভাবছো এত কথা তো আমার জানার নয়, জানলাম কি করে? সব শুনেছি রমলা মাসির কাছে যে আমাদের মা না হয়েও মা। রমলা মাসি এখানে আমাদের দেখভাল করে,, বলতে চাইছিল না আমি আমার ইচ্ছার কথা জানা তে অনেক তোষাামদের পর বলেছিল তোমার ফেলে চলে যাওয়ার কথা । আর তো কিছুই মাসি জানে না । আমি তোমায় কোথায় খুঁজবো মা তাও তো জানি না। আমি হিন্দু না মুসলিম না খ্রীষ্টান কিছু জানি না, তবে এখানে ফাদার যা সেখান তাই শিখি ,,, কিন্তু বাংলার ওপর আমার অগাধ টান অনুভব করি।
এই চিঠিও তাই তিন ভাষাতে লিখলাম আর ফেস বুকেই পোস্ট করলাম, আমি অনেক শুনেছি এখান থেকেই হারিয়ে যাওয়া ছেলে,, মেয়ে ,,মা,, বাবার খোঁজ অনেকেই পেয়েছেন ।
2000 সালের এই দিনটাই আমার জন্মদিন হিসেবে হোমে ধরা হয় । তুমি মনে করে দেখো মা
সেন্ট যোসেফ মিশনারী হোমের কথা।
আমি দিন পনেরো মতো এখানে আছি তারপর ফাদার আমায় বিদেশে ওনার ভাইয়ের কাছে পাঠিয়ে দেবেন ডাক্তারি পাস করার জন্যে।
আমি তোমার প্রতীক্ষায় রইলাম প্লিজ একবার এসো। আমি তোমায় দেখতে চাই । কোনোকথা জিজ্ঞেস করবো না। কোনো পরিচয় জানতে চাইবো না কথা দিলাম। শুধু তোমায় একটা প্রনাম করতে চাই।
প্রনাম নিও
ইতি?
১ Comment
অসাধারণ একটা অনলাইন সাহিত্য গ্রুপ।