১৬৬ বার পড়া হয়েছে
ক্যানভাস
সুমনা নাজনীন
যদি না পাই হাতের কাছে কাগজ কলম ,
নীল আকাশের ক্যানভাসই আমার জন্য যথেষ্ট।
সাদা মেঘের বিভিন্ন আকৃতিতে পাই নানা রঙের ছোঁয়া ,
মুহুর্তে আমি হয়ে উঠি গাঢ় সবুজ।
মুছে যায়, গুচে যায় সব গ্লানি,
সুন্দরও হে বৈচিত্রময় ক্যানভাস সুন্দরও তুমি ।