নীলাঞ্জনা
সুপ্রিয়া বিশ্বাস
৭/৯/২০২১
নীলাম্বরী নীলাঞ্জনা,
দেখেছিলাম একদিন তোমায় বৃষ্টিমূখর বিকেল বেলায়,
দাঁড়িয়ে ছিলে একাকী নীরবে নির্জনে কদমতলে
একগুচ্ছ বর্ষার কদম হাতে।
আমি যাচ্ছিলাম মেঠোপথ ধরে দূরের কোন গায়।
নিষ্পাপ নিষ্কণ্টক মায়াভরা মুখোচ্ছবি
প্রথম দেখাতে চাঁদের মত মনে হলো আমার কাছে।
আমি টিপ টিপ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে রইলাম কদমতলে ঠাঁই।
তুমি নিশ্চুপ দাঁড়িয়ে ছিলে আকাশ পানে চেয়ে,
আমি সকল নীরবতা ভেঙ্গে বললাম তোমায়,
দাঁড়িয়ে কেন?
তুমি চকিতে চাইলে আমার দিকে।
বললে,ছাতা নেই সাথে তাই।
-বাড়ি কোথায়?
-এইতো পাশেই।
-নাম কি?
-নীলাঞ্জনা।
দুজনাতে আর কোন কথা নেই।
আমি জানিনা তোমার আর কোন ঠিকানা।
বৃষ্টি শেষ হলো অচিরেই,
চলে গেলাম দুদিকে দুজনেই।
পিছন ফিরে তাকিয়ে দেখলাম তোমাকে
চোখাচোখি হলো একবার
দেখলাম তুমিও পিছন ফিরে দেখছো আমাকেই।
কত বর্ষায়, কত বসন্তে পাড়ি দিলাম সেই মেঠোপথ
দাঁড়িয়ে আছে সেই বয়সী কদম গাছ
আজো হলুদ কদম ফোঁটে প্রতি বরষায়।
অথচ
আর কখনো আমি দেখিনি তোমায়।
তবুও কেন জানি,
মনে পড়ে তোমার মুখখানি।
মেঠোপথ ধরে যাবার পথে আজো চকিতে চাই
যদি দেখা পাই একবার তোমায়
এই আশায়।
জানি আজ তুমি বহুদূরের কেউ।
তোমার ঠিকানাও আমার জানা নেই।
তবুও
নীলাম্বরী নীলাঞ্জনা
কেন যেন
আজও খুঁজি আমি তোমাকেই।
৫/৭/২০২১
রাত্রি ১০:০০টা
দুরশুন্দিয়া।
১ Comment
very good job; congratulations.