১৯৮ বার পড়া হয়েছে
সুপার মার্কেটে প্রবেশের সাথে সাথে একটা ঝুঁড়ি ধরিয়ে দেয়া হয় কেন জানেন??
যাতে কেউ শুধু ১-২ টা আইটেম কিনতে এসে ওনার ঝুঁড়িটা দেখে লজ্জাবোধ করে,এবং ঝুঁড়ি ভরানোর জন্য হলে ও আরো কয়েকটা আইটেম কিনে।।
সুপার মার্কেটের প্রয়োজনীয় জিনিস যেমন আটা,ময়দা,চাউল রাখা হয় একদম ভেতরে।।যাতে ওখানে যেতে যেতে আরো লোভনীয় জিনিস আপনার চোখে পড়ে এবং আপনি কিনতে পারেন।।
বাচ্চাদের অপরিহার্য জিনিস হরলিক্স,, ওভালটিন রাখা হয় উপরে কারণ বাচ্চার পিতা-মাতারা বাচ্চার জন্য এগুলো নিবেই।।।আর চকলেট ও বিস্কুট রাখা হয় নিচে।যাতে বাচ্চারা নিজেই নিতে পারে বা বাবা-মাকে কিনে দিতে বাধ্য করে।।
সুপার মার্কেট পারফিউমের প্রোডাক্ট গুলো সামনে রাখা হয় কারণ,, ঢুকার সময় যাতে স্মেলটা সবার নাকে লাগে এবং মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়।।
এখানের কোন সুপার মার্কেটে ঘড়ি লাগানো থাকে না।।যাতে কাস্টমার শপিং করতে এসে মূল্যবান সময়ের কথা ভুলে যায়।।
শপিং শেষ করে ক্যাশ কাউন্টারে টাকা দিতে যাবেন??
ওখানে ও মার্কেটিং এর প্যারা আপনাকে সামলানো লাগবে।সিগারেটের প্যাকেট থাকে ওখানে,যাতে ধূমপায়ীরা লোভে পড়ে কিনে নেয়।।। বাচ্চাদের চকলেট,ললিপপ,চিপস দিয়ে সাজানো থাকে ক্যাশ-কাউন্টারের চারপাশ,,যাতে করে ওরা চকলেট ললিপপের জন্য কান্না-জিদ করে।।বাবা-মারা লজ্জায় পড়ে হলেও ও কিনে দেয়।।
কাস্টমারকে আপনার প্রোডাক্ট কেনার জন্য হাত পা ধরা হার্ড ওর্য়াক।কাস্টমারকে আপনার প্রডাক্টের স্পেশালিটি বলে “ওইটা কিনতে হবে” মাথায় ডুকানো স্মাট ওর্য়াক।
মার্কেটিং এ সেলের চেয়েও বেশি কাস্টমারের চাহিদা চিন্তা করা উচিত।।
মার্কেটিং ব্যবসার সফলতার মূল কারণ।।।সব ধরণের ব্যবসায় মার্কেটিং অপরিহার্য।।সুপার মার্কেট থেকে শুরু করে অনেক বড় কোম্পানির সফলতার মূলে রয়েছে এই মার্কেটিং।।