সুতোয় গাঁথা
কামরুন নাহার
তোমার মধ্যেই আমার বসবাস
তুমি বুঝতে কেন পারছো না?
আমি দেখছি, তুমি উড়ন্ত পাখির মতো
কীসের টানে ছুটে চল অবিরাম ?
দুনিয়ায় সবাই কে ফাঁকি দিতে পারলেও
একজন আছেন তাকে ফাঁকি দিতে তুমি পারবে না
বিশাল পাথরের উপর চাপা দিয়ে
আমি আমার মতো করে আছি।
শূন্যতা থেকেই শুরু হোক ভালোভাবে তোমার আনন্দ,
যেন আমার মতো করে কেউ এমনই আবেগ লুকিয়ে
দিবানিশি তোমার প্রতিচ্ছবি দেখে যেতে পারে।
জানি তুমি রাগের মাথায় ওমনি করে আঘাত করতে
যারে তুমি আপন করে কাছে নিলে,
তীব্র গতিতে সরবে নিরবে নিভৃতে অহরহ কাঁদিয়ে চললে।
নিজের অজস্র ভালোবাসার মধুর প্রতারনায় বেঁধে রাখলে
কবে আসবে আলো, অপেক্ষা করতে আমি জানি।
ফুলের মতো সাজানো বাগানে আজ গন্ধ টুকু ও নেই
অসতর্ক মনে দাগ কেটেছে বাঁধভাঙা যৌবনের উপর।
মনের ভেতর থেকে কেউ যেন আমার শক্তিকে কাজে লাগিয়ে আরও অনেক বড়,
একজন সত্য সন্ধানী চিন্তালব্ধ
পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে উদ্বীগ্ন করে।
ভোরের হাওয়া হয়ে সারাজীবন দু’জনেই আষ্টেপৃষ্টে
জড়িয়ে ধরে থাকবো কোনো এক সময়।
আমার কথা মনে করে তুমি মুচকি হেসে হেসে শুধরাবে
আর আনমনে বলবে, দূর পাগলী আমি শুধু তোমার।
৩ Comments
congratulations
ভালো লাগলো অনুভূতিময় সরল বাঙময় কবিতা।সুন্দর প্রকাশ।
Thanks