৯৭ বার পড়া হয়েছে
সুজ্ঞান সরলতায়
মুহাম্মাদ ওবায়দুল্লাহ
সুজ্ঞান সরলতায় করছি আমি কাজ
আমার সরলতায় কুজ্ঞানে
থু থু ছিটায় মতলববাজ।
ওদের আছে কতটা দামি শরম লাজ?
ওরা ছিনতাই করলো আমার মাথার তাজ
ওদের অরাজকতা অব্যাহত বিশ্ব সমাজ মাঝ
সকাল দুপুর সাঁঝ।
কীভাবে পাবে ওরা রহমতের রাজ?
সুজ্ঞানে চাই আমি স্বর্গীয় সুন্দর কাজ
নহে গজবের ভয়ংকরী বাজ।