সুখ-দুঃখের ক্রিসমাস
তসলিমা হাসান
আজ বড়দিন–মেরি ক্রিসমাস।
পুণ্য ধরাধাম মহামানব যিশুখ্রিস্টের আগমনে।
ধরনীর বেথেলহেমের জীর্ণ গোশালায়
নিলেন জন্ম মেরির কোলে
সুখ, শান্তি, ন্যায় প্রতিষ্ঠায়, মানবকল্যানে ।
সাজবে শহর, নগর, গ্রাম
সাজবে চার্চ, সাজবে ট্রি আলোর ইন্দ্রজালে।
কারা যেন ধরণিকে বানিয়েছে স্বর্গ ।
বিশাল বিশাল কেকের চারপাশে লকলকে জিভ।
নার্গিস ফুল আর অ্যালসেসিয়ান ডগের গল্পে মশগুল।
মানিব্যাগে নোটের মসৃণ পাহাড়।
হাতে শ্যাম্পেনের গ্লাস-” থ্রি চিয়ার্স ফর স্ট্রিপটিজ”।
দ্রুতলয় অর্কেস্ট্রার তালে উন্মাদনার নৃত্য।
উল্লাসের রাত বারোটায়
বৈপরীত্য প্রতিচ্ছবি
জীবনে বারোটা বাজার।
উৎফুল্লের আলোর সামিয়ানা ছেড়ে
অদূরে অন্ধকার গলিতে ক্ষুধার্ত পতিতা।
নরম শরীরের মাংস বিকিয়ে
কেনে এক টুকরো রুটির সুখ
অথবা আপন সন্তানের তরে
এক টুকরো সস্তার কেক।
“মহামানবের জন্মদিন
আপন সম্ভ্রম বিলীন
ক্রিসমাস তাঁর মলিন”।
ক্রিসমাস উৎসবের আলোর রোশনাই
ইন্দ্রপুরীরূপ স্কাইস্ক্রেপার সংলগ্ন
লক আউট কারখানার শতচ্ছিন্ন তাঁবু।
পাঁচতারা হোটেলের পাঁচশ টাকা পাউণ্ড কেক
নিমেষেই উধাও।
দিবানিশি হন্যে হকার
সিকি পাউণ্ড কেক অবিক্রিতে বেকার।
শহরের রাজপথে সুখের বজ্রনিনাদ
শুনি লক্ষ হাভাতে শিশুর ক্ষুধার আর্তনাদ।
“স্বপ্নময় সান্তাক্লজ আসে
খেলনার ঝুলি কাঁধে
কুঁড়েঘরে আজও দেখি সদা
যিশুর ছায়া কাঁদে”।
তসলিমা হাসান
কানাডা: ২৫-১২-২০২১
১ Comment
ভীষণ সুন্দর উপলব্ধির সৃষ্টি কবির
কবিতায় এসেছে জরাজীর্ণ গরীব মানুষের কথা
অনেক অনেক সুন্দর উপস্থাপন।