সুখের অসুখ
মাহ্ফুজা আহমেদ
একটা সুখের অসুখের মতো তোমার কথা মনে করে
সখের দুঃখ অনুভব করতে ভীষণ ভালো লাগে
সমস্ত স্বস্তি যেন সেখানেই খুঁজে পাই।
আমার সে অসুখের মেডিসিন একমাত্র তুমি,
তোমাকেই আমার বড় প্রয়োজন।
সমস্ত নির্জনতা ভেঙ্গে
ঝর্ণার জলে শীতল হতে ডানা ঝাপটাই,
সেখানেও চোখ মেলে দেখি
তুমি এক জলপরী,
যার প্রতিটি অঙ্গ ভাঁজে মুগ্ধতার রেশ।
কিছু অবুঝ সুখ আমার যত্রণার ঘরে ঢুকে যায়
যেখানে তুমি নামক এক ব্যামো
হৃদয়গাত্রে ক্ষত করে বেঁধেছে বাসা।
ভিতরে লুকিয়ে থাকা এক অদৃশ্য অসুখ,
চাঁদের জ্যোৎস্না ভেঙ্গে
কেবলই আড়মোড়া দিয়ে উঠে সে অসুখ।
যেখানে যাই, যেদিকে তাকাই
কেবল তোমারই ছায়া,
এই অন্ধ চোখে শুধু তোমারই দেওয়া আলো,
হৃদয়ের ফুল বাগানে এসে
চঞ্চল হয়ে ওঠে প্রজাপতি,
ঠায় দাঁড়িয়ে থাকা আমিও হয়ে যাই এলোমেলো,
প্রেমের মদিরা নেশায় অদ্ভুত এক আবেশ,
আমাকে স্থির থাকতে দেয় না।
সুখেরা সব জটলা বেঁধে
সব রঙ ঢেলে দেয় আমার ক্যানভাসে
আমি আটকাতে পারি না তাদের
শুধু স্বস্তি পাই তুমি এলে।
________________________________
০৬/০৯/২০২৩
ওয়ারী, ঢাকা।