সীমানা থেকে
আর্শিনা ফেরদৌস
একদিন সূর্যালোক ঘিরে রাখবে
মেঘলা আকাশের উঁকি ঝুঁকি আঁধার-মিনারে
ফিরে এসে অস্তিত্ব হিজল তলায়,
এসে গেলে…
অবাক চেয়ে দেখব
একটি শালিকের ওড়াউড়ি চলে
জলে দেখে পানকৌড়ি বা আরেকটি শালিক
কোথাও কোন বোধ জন্ম দিতে,
রয়ে যাবে…
অনুভব নিয়ে কথা লিখে রাখি
কোন স্বত্বায় এক কাকভোরে
এক বুকে এক জনন রক্তমাংসের
কত উপাদান সচলায়তন ঘিরে
এক আষাঢ়, পৌষের গন্ধ স্মৃতি,
আমি জেনেছি..
বাতাসে গন্ধ ভরে অবয়ব
গড়া শুধু আড়ালের
শালিকের বেশে ওড়াওড়িতে,
আলোকের সময়ে তাড়া আগুন ভরে খোলা পায়ে
হিসেবের ছায়া পথে এগিয়ে সময়,
অসমতায়
আমার চোখের পাতায়…
দৃষ্টিতে দুটো সজীব হাত,
ভেজা বাতাসের বিচরনশীল বিহ্বলতা
জলের আদ্রতায় নিজের আর্ত
হাত সেই সজীব হাতে বাড়িয়ে দিতে ….।