১৫৮ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডের অগ্নি গ্রাসে
(এম এ বাশার)
জ্বলছে আগুন সীতাকুণ্ডে
পুড়ছে মানুষ মরছে মানুষ,
আহাজারি চলছে দেশ জুরে।
সীতাকুণ্ডের অগ্নি গ্রাসে
কত শিশু বাবা হারালো!
মা হারালো তাহার সন্তান,
দেশ হারালো তাহার মান!
ফায়ার ফাইটার পুলিশ সবে
চেষ্টা করে জীবন দিয়ে অগ্নি নিয়ন্ত্রণে,
আগুনে পুড়ে মরছে মানুষ
মরছে পুলিশ ফায়ার ফাইটার!
সব মিডিয়া প্রচারে বিশ্ববাসী জানে,
পুড়ছে মানুষ ভয়াবহ আগুনে!
সবে মোরা দোয়া করি আল্লাহর দরবারে
সবাই কে রক্ষা করো আল্লাহ,
সীতাকুণ্ডের অগ্নি থেকে সকল জনতারে।
এম এ বাশার
নয়াপাড়া-মাটিফাটা,
শ্রীবরদী-শেরপুর।
১ Comment
congratulations