সিনেমার শীর্ষ সংগীতে ঐশী
ফাতিমা তুয যাহরা ঐশী ‘দামাল’ নামে একটি সিনেমার শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন। শীর্ষ সংগীতটি লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর সংগীত করেছেন আরাফাত মোহসীন নিধি। নিধি জানান, দামালের পাঁচটি গানেরই সুর সংগীত করছেন নিধি। শীর্ষ সংগীতটিতে ঐশীর সঙ্গে গেয়েছেন সাকিব চৌধুরী।
তিনি বলেন, ‘এই গানে ঐশীকে নেয়ার কারণ হচ্ছে তার কণ্ঠে এক ধরনের ক্ষমতা আছে, যা এই গানের জন্য খুব দরকার ছিল। ঐশী এক কথায় দারুণ গেয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ ঐশী বলেন, ‘দামাল সিনেমার শীর্ষ সংগীতটি গাইতে পেরে আমার কাছে ভালো লেগেছে। গানের কথা যেমন দারুণ, ঠিক তেমনি গানের সুর সংগীত আরও অসাধারণ। এই গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।’ দামাল’ নির্মাণ করছেন রায়হান রাফি। এদিকে এরই মধ্যে গেলো দু’মাসে দশেরও অধিক গান প্রকাশ হয়েছে ঐশীর।
এরইমধ্যে ঐশী’র আকাশ কিনতে চাই’, ‘খুঁজে ফিরি’, ‘আড়ালে চলো না’, ‘আমার মন জানে’, ‘তোমায় ছাড়া ভাল্লাগে না’, ‘ফাঁকি দিলি কার লাগি’, ‘ভালোবাসা এমনই রোগ’ গানগুলো প্রকাশ পেয়েছে। তবে ‘ভালোবাসা এমনই রোগ’ গানটির প্রতি ঐশীর ভালোলাগা ভালোবাসা একটু বেশি বলে জানালেন। কারণ গানটির সুর সংগীত করেছেন বাপ্পা মজুমদার। গানটি লিখেছেন শাহান কবন্ধ।