সাহিদা সুলতানা রীমা
ছুটি ধরাময়
এক অসীম সময়ে আজও আছি দাঁড়িয়ে।
নিবিষ্ট হচ্ছে আমার মায়াবী ভোর, স্নিগ্ধ গোধূলি,
আধো লাজের সাঁঝবেলা।
সকালটি হীম স্নিগ্ধ ও মায়াবীতায় ছড়িয়ে আছে,
অনুভূতিতে চারপাশের অস্তিত্ব হারাই
আর একটি কাঙ্ক্ষিত দিন পেলাম জীবনে!
ধরার বিচিত্রতা জন্ম অব্দি আজও অপরিসীমভাবে মোহিত করে।
অগণিত মানব, জীবনের বাণে ছুটে বেড়াচ্ছে ধরাময়।
আমিও তেমনই বাণে ভেসে আছি!
জীবন ছুঁয়ে থাকে মৃত্যু ও বেঁচে থাকার
খুব কাছে, স্বাদ নেয় তার একান্ত সান্নিধ্য, প্রতিদিন, সময়ে, ঘণ্টায়, মূহুর্তে।
পিছে তাকিয়ে দেখে হয় নি কিছুই এক জীবনে সব পাওয়ার প্রসার,
না ভাবি এমন সময় মনুষত্য দিয়ে সুন্দর করি যা বেঁচে রবে
তোমারও চলে যাবার পর!
আছি হয়তো ধূলো কণার চেয়েও কম অস্তিত্ব জুড়ে,
মহা বিশ্বের পাতায়।
সভ্য জীবন জুড়ে, নয় কোন বর্বরতায়।
মানব হয়ে যারা বাজির রথে ভাসে
মৃত্যুর সাথে করে হোলিউৎসব।
হয় অসামাজিক, সন্মান নিয়ে করে ছিনিমিনি,
আসো মৃত্যুর কাছাকাছি,
লও আস্বাদন।বন্ধ করো অন্যের প্রাণনাশ,
তুমিও বিদায় নিবে, হতে এ আবাস!
সৌদি আরব: ০৪.১১.২০২২
১ Comment
congratulations