কৃষ্ণকালিয়া
সালমা ডলি
২৮.০৯.২০২১
সারারাত বৃষ্টিতে ভিজে অপেক্ষা করি
চলন্ত জাহাজের কার্ণিশে দাঁড়িয়ে।
খুঁজি কেবল তোমার সান্নিধ্য
নির্বোধ ভঙ্গিতে।
চোখ জুড়ে অকুল পাথার
কখনো উষ্ণ মরুভূমি।
সোমত্ত রাধার অন্তর জুড়ে অশান্ত ঢেউ,
সেই ঢেউ পাড়ি দেই অসভ্য যন্ত্রনায়।
অবশেষে আধখানা চাঁদ যখন
আলো আধাঁরের খেলায় মত্ত নির্জন আকাশে,
প্রনয়ের চোখ খুঁজে পায় কৃষ্ণকালিয়া।
লুটে নেয় রাধিকার যাবতীয় সঞ্চয়
আহ্লাদে, বন্যতায়, দৈন্যতায়, যন্ত্রণায়,
অনুরাগ-বিরাগ ও অবারিত মমতায়।
তোলপাড় করে ঝাঁঝাল স্বভাব।
ভালোবাসার মুহুমুর্হু অভিসার।
প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় খিল খুলে যায় বৃষ্টির
সকল অগ্নিবলয় ভিজে হয় শীতল ।
জলপাই রংয়ের ভূমিতে খেলা করে
প্রজাপতি আর ঘাসফড়িং।
শীতার্ত দিনে বসন্ত বিরাজমান
দোয়েল কোয়েল শিষ বাজায়
কৃষ্ণকালিয়ার বাঁশির সুরে।