১৩০ বার পড়া হয়েছে
মানুষ আজো মানুষ নয়
সা রা ফে র দৌ স
কবিতায় কোন সুখ নেই
ছন্দে বৃত্তে পদ্যে উপপাদ্যে
নেই নেই কিছু নেই
যা আছে আমার পোশাকে
ফুটপাত হতে কেনা জমকালো l
নর্দমার দুর্গন্ধে যে শিশুর শৈশব কাটে
সে শিশুও কখনো বই হাতে তুলে
কবিতার ভাষা সেও খোঁজে
মাছের বটিতে ঘষে ঘষে যার হাত ধারালো হয়
তার শৈশব বলে কিছু নেই
টেম্পুর হেলপার ছোট্ট মিল্টন
ধমক খেতে খেতে ড্রাইভার হওয়ার স্বপ্ন দেখে
কোথায় শৈশব?
শিশুরাও খুঁজে নেশা দ্রব্য
এখন আর কোথাও পদ্য নেই
কোথাও ফুল ফোটে না
সন্ধ্যা হয়না, সকাল কিংবা রাত্রিও না
মানুষ কেন রাত ভুলে যায়
খাবার দাবার সুখ দুঃখের গল্প কথা
তবে কি,
মানুষ আজো মানুষ নয়!