সংসার
সারওয়াৎ জাবীন লুবনা
সংসার মানেই জীবন বাজি
ভালোবেসে উৎপাত,
চিনি-কটু মেনে মরণ রাজি
নিশ্চিত কুপোকাৎ!
অভিসার সে-তো মধু, ঘটি বাটি,
তরকারি রেঁধে ঘর্ম,
চিৎকার আর কথা কাটা-কাটি
ভালোবাসা ময় কর্ম।
আছে তর্ক সাথে ঝাটা ঝাটি
তরবারি আর বর্ম,
আছে খুনতি, মতে খোটাখোটি,
দরবারি আর মর্ম।
চলে মিনতি ছলে বাটাবাটি
স্বপ্ন রয়গো মিশে,
তাতে বাড়তি নয় ক্ষয়-ক্ষতি
লাভ হয় বেলা শেষে!
সংসার মানেই স্বপ্ন বুনন
ভালোবাসো ছেড়ে সুখ!
মন্দা হালেও ছেড়োনা সাথ
ঝেড়ে কাশো ঠেলে দুঃখ।
পৃথিবীতে কারো সংসার হয়
কারো হয় বৃথা ঘর!
শুরুতেই পারো মল্লার হতে
না হয় হবেগো পর!
রাগ-অনুরাগ, মান অভিমান
মিলেমিশে একাকার,
ইহাকেই বলে জীবন যুদ্ধ
হারজিৎ-এ সংসার।
————————————————————–
সারওয়াৎ জাবীন লুবনা, আমেরিকা।