১৮৮ বার পড়া হয়েছে
সবার সেরা
সাবেকুন নাহার মুক্তা
এ জগতে সবচে সেরা
মা জননী তুমি,
তুমি ছাড়া সবি মলিন
হৃদয় শূন্য ভূমি।
স্বার্থ ছাড়া ভালোবাসা
মা যে দিতে পারে,
আকুল করা মধুর স্নেহ
মনটা আমার কাড়ে ।
তোমার মতো নেই যে কেহ
সর্ব গুনে গুণী,
মাগো তুমি আদর স্নেহে
ভালোবাসার খনি।
মায়ের মতো এমন দরদ
কে দিয়েছে কবে,
মায়ের মতো আপন জনা
কেউ যে নাহি ভবে ।
মাকে ছাড়া জগৎ আঁধার
জীবন দুখে কালো,
সুখে দুখে পাশে থাকে
মা যে সদাই ভালো।
১ Comment
It’s good.