১৭০ বার পড়া হয়েছে
হিমেল হাওয়া
সাবেকুন নাহার মুক্তা
হিমেল হাওয়া বইছে আজি
শিশির ঝরে রাতে,
ঘাসের ডগায় টলোমলো
সূর্য উঠা প্রাতে।
রঙে ভরা শিউলি ফুটে
মিষ্টি সুবাস ছাড়ে,
ঘ্রাণে ভরা মাতাল হাওয়া
মনটা যেনো কাড়ে।
শরৎ কালে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
জ্যোৎস্না ধোয়া চাঁদনি রাতে
জোনাক পোকার মেলা।
এমন দিনে হিয়ার মাঝে
ছন্দে কাঁকন বাজে,
রঙে রঙে নানান ঢঙে
মনটা কেবল সাজে।
এমন দিনে আমার প্রিয়া
যদি থাকে পাশে,
হৃদয় দিয়ে বাসবো ভালো
এই না কার্তিক মাসে ।