১১৭ বার পড়া হয়েছে
মন গাড়ি
সাবরিনা রুবিন
গন্তব্যহীন পথে ছুটে চলে মন গাড়ি
স্টেশনের পর স্টেশন
কোথাও নেই ভালোবাসা,
অবিরাম অবিশ্বাসের অনলে পুড়ে
বুকের মধ্যে যে অনল জ্বলেছিলো
তা থেকেই নিয়েছিলো শক্তি।
স্বপ্নিল পৃথিবীটা আগেই হারিয়ে গেছে
বুকের বিবর্ন ক্যানভাসে চাপা পড়ে
হারিয়ে যাওয়া মুখ
ভ্রমরের মতো গুন গুন করে কষ্টরা
কি তার দুঃখ?
জানেনা সে, জানে না কেউ।
হয়তোবা কোন এক স্টেশনে হবে যাত্রা বিরতি
মন গাড়ি ছুটে চলে অসীম শূন্যতায়
বেলুনের মতো, ফানুসের মতো
একদিন ফুরিয়ে যায়
হারিয়ে যায় অসীমে..
মাটির টানে পতিত হয়।
অপার্থিব শাস্তি, সাজা বা যাতনায়
অন্ধকারে কেঁদে ফেরে মন
অবিরাম ছুটে চলে গাড়ি।
২ Comments
খুব ভালো । উৎপল দত্ত, ভাৰত
very good job; congratulations.