১৪৩ বার পড়া হয়েছে
কত বেলা গেল চলে..
সাবরিনা রুবিন
কত বেলা গেল চলে..
কত নিদ্রাহীন রাত্রি
দেখেছি কত অমাবস্যা
দেখেছি কত পূর্ণিমা
কত প্রান্ত থেকে ছুটেছি প্রান্তে।
একটু সুখের খোঁজে
সুখের জল পিপাসা নিয়ে।
আমি নারি
বৈশাখের মতো উত্তাল মন আমার
বর্ষার মতো দুঃখের অশ্রু দিয়ে
ভেসে যাবে পৃথিবী।
আমি প্রতিক্ষা করি চির বসন্তের
স্বপ্নীল সুখে কবে জাগ্রত হবে পৃথিবী?