প্রতীক্ষা আজীবন
সাফিকা জহুরা জেসী
তোমার এক একটি ছবি, এক একটি কবিতা;
এক একটি কবিতা এক একটি হতাশার প্রকাশ!
তোমার এক একটি রাত, এক এক বছরের আর্তনাদ;
এক এক ফোঁটা অশ্রুজল, এক একটি ইতিহাস!
তোমার আঁকা এক একটি চিত্র, কতকালের জমানো গোপনকাহিনি;
এক একটি গান, এক সমুদ্র মান অভিমান!
তোমার এক একটি নৃত্য, হৃদয়ানুভূতির এক একটি ভাষা;
তোমার এক একটি গল্প, বিষাদসিন্ধুময় গভীরতা!
তোমার এক একটি স্বপ্ন, ভাঙ্গা-গড়ার এক একটি যুদ্ধ;
এক একটি ব্যর্থতা, যুদ্ধে নামার কঠোর ব্রত!
তোমার এক একটি পরাজয়, এক একটি শিকল হতে মুক্তি;
এক একটি জয়, অক্সিজেনে পূর্ণ বিশুদ্ধ জলাশয়!
তোমার এক একটি ভারী নিঃশ্বাস, অজস্র জমাট বাঁধা বিস্ফোরণ!
এক একটি হাসি, পুরোটা দিন ঝলমলে রাখা ভোরের সূর্যকিরণ!
তোমার একটিমাত্র মন, বহু আবেদন!
তোমার একটু ভালোবাসা; প্রতীক্ষা আজীবন!